প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

কুমিল্লা জেলার অর্ন্ত গত মৌকরা দরবার শরীফের মরহুম পীর আলহাজ ওয়ালিউল্লাহ রহ. এর অনুমতি ক্রমে কুমিল্লা জেলার অর্ন্তগত বরুড়া উপজেলার চালিতাতলী গ্রামের মৌলভী মোঃ আবদুর রব তাঁহার নিজ বাড়ীর সম্মূখের ২১ শতক জমিন ওয়াকফ করে দিয়ে সর্বপ্রথম চালিতাতলী দারুচ্ছুন্নাহ কারীয়ানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন । উক্ত প্রতিষ্ঠানটি সুদক্ষ পরিচালনা কমিটি ও শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে তত্বাবধানে লেখা পড়ার মান বৃদ্ধিপাওয়ায় সুখ্যতি অর্জন করার ফলে ০১/০১/১৯৭৮ ইং সালে উক্ত কারীয়ানা মাদ্রাসাটি দাখিল মাদ্রাসায় উন্নীত করার কার্যক্রম শুরু করে চালিতাতলী দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা হিসাবে ০১/১২/১৯৮৪ ইং সালে এম পিও ভূক্ত হয় । প্রতিষ্ঠানটির লেখাপড়ার মানোন্নয়ন ও পাবলিক পরীক্ষার ফলাফল এবং ছাএ/ ছাএীদের তাহজিব তামাদ্দুন আদব আখলাকে অনুপ্রাণীত হয়ে ০১/০১/১৯৮৫ ইং মাদ্রাসাটি আলিম মাদ্রাসায় উন্নীত করার কার্যক্রম শুরু করে চালিতাতলী দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রসা হিসাবে ১৭/০৮/১৯৮৬ইং সালে মাদ্রসাটি আলিম পর্যায় এমপিও ভুক্ত হয় । বর্তমানে মাদ্রাসার জমির পরিমান এক একর ১০শতক । দৈনন্দিন ছাত্র /ছাত্রীর সংখ্যা বৃদ্ধিপাওয়ার ফলে ২০১০ইং সালে জুনিয়র দাখিল ( জেডিসি ) পাবলিক পরীক্ষা কেন্দ্র বরুড়া – ০৩ ( চালিতাতলী ) কেন্দ্র কোড ৭৭৫ নামে কেন্দ্র স্থাপিত হয় । ২০১১ইং সলে দাখিল পাবলিক পরীক্ষা কেন্দ্র বরুড়া – ০৩ ( চালিতাতলী ) কেন্দ্র কোড ৭৭৫ নামে কেন্দ্র স্থাপিত হয় । অদ্যাবধি চালিতাতলী দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রসাটি উপজেলায় একটি আদর্শ ও সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ।

প্রতিষ্ঠাতার বাণী

image-not-found

প্রতিষ্ঠাতার বাণী

অধ্যক্ষের বাণী

image-not-found

কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার অন্তরগত চালিতাতলী দারুচ্ছুন্নাহ আলিম মদ্রাসাটিতে বিগত ১১/০২/২০০৮ইং সাল অধ্যক্ষের দায়িত্ব প্রপ্ত হওয়ার পর থেকে মাদ্রসাটির সার্বিক দিক ও বিভাগের উত্তরোত্তর উন্নতি লাভ করিয়াছে দেশবাসী ও এলাকাবাসীর নিকট ধর্মীয় এলেম শিক্ষাদান ও বিস্তার লাভে আমার আত্মত্যাগ আরো সার্থক হওয়ার জন্য দোয়া কামনা করি । আমি প্রতিষ্ঠানটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি